শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF | Krishner Astottara Satanam in Bengali

শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF

শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF | Krishner Astottara Satanam in Bengali, শ্রী কৃষ্ণের বিভিন্ন নাম, শ্রী কৃষ্ণের 108 টা নাম বাংলা, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কীর্তন, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কীর্তনবা Lyrics.

PDF Nameশ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF
No. of Pages2
PDF Size186 kb
LanguageBengali
TagsShri Krishna
PDF CategoryReligion & Spirituality
Published/UpdatedMarch 8, 2022
Source / Creditsbanglapdf.in
Uploaded ByMyPdf

DOWNLOAD শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF

আপনি কি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। এখানে আপনি শ্রী কৃষ্ণের বিভিন্ন নাম, শ্রী কৃষ্ণের 108 টা নাম বাংলা, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কীর্তন, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কীর্তনবা Lyrics সম্পর্কিত সমস্ত কিছু তথ্য এক ক্লিকেই পেয়ে যাবেন।

DOWNLOAD: লক্ষী দেবীর অষ্টোত্তর শতনাম PDF

কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কীর্তন

দৈত্যরি দ্বারকানাথ দারিদ্র্য-ভঞ্জন।
দয়াময় দ্রোপদীর লজ্জা নিবারণ।।
স্বরূপের সবার হয় গোলোকেতে স্থিতি।
বৈকুন্ঠে ক্ষিরোদশায়ী কমলার প্রতি ।।
রসময় রসিক নাগর অনুপম।
নিকুঞ্জবিহারী হরি নবঘনশ্যাম ।।
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর।
তারকব্রহ্ম সনাতন পরম ঈশ্বর ।।
কল্পতরু কমললোচন হৃষিকেশ।
পতিতপাবন গুরু জ্ঞান উপদেশ ।।
চিন্তামণি চতুর্ভুজ, দেব চক্রপাণি।
দীনবন্ধু দেবকীনন্দন যদুমনি ।।
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা।
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা ।।
নাম ভজ নাম চিন্তা নাম কর সার।
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার ।।
শতভার সুবর্ন গো কোটি কন্যাদান।

শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF

  1. শ্রীনন্দ রাখিল নাম ননদের নন্দন।
  2. যশোদা রাখিল নাম মাতৃ-বাছাধন।।
  3. উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।
  4. ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল ।।
  5. সুবল রাখিল নাম ঠাকুর কানাই।
  6. শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ।।
  7. ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।
  8. কালাসোনা নাম রাখে রাধা বিনোদিনী ।।
  9. কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি।
  10. চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারী ।।
  11. অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।
  12. কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়ে ।।
  13. কণ্বমুনি নাম রাখে দেব চক্রপাণি।
  14. বনমালী নাম রাখে বনের হরিণী।
  15. গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।
  16. অজামিল নাম রাখে দেব শ্রীগোবিন্দ।
  17. দ্রৌপদী নাম রাখে দেব দীনবন্ধু।
  18. সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।
  19. ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন ।।
  20. দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।
  21. নারদ রাখিল নাম ভক্ত-প্রাণধন।
  22. পশুপতি নাম রাখে গরুড় মহাবীর ।।
  23. যুধিষ্টির নাম রাখে দেব যদুবর।
  24. বিদুর রাখিল নাম কাঙ্গাল-ঈশ্বর ।।
  25. বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।
  26. ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি ।।
  27. নারদ রাখিল নাম ভক্ত-
  28. ভীষ্মদেব নাম রাখে লক্ষী-নারায়ণ ।।
  29. সত্যভামা নাম রাখে সত্যের সারথি।
  30. জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।
  31. বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।
  32. অহল্যা রাখিল নাম পাষান-উদ্ধার।।
  33. ভৃগুমনি নাম রাখে জগতের হরি।
  34. পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি।।
  35. কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী।
  36. প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি ।।
  37. বশিষ্ট রাখিল নাম মনি মনোহর।
  38. বিশ্ববসু নাম রাখে নবজলধর ।।
  39. সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী।
  40. প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী ।।
  41. অদিতি রাখিল নাম অরাতি-সূদন।
  42. গদাধর নাম রাখে যমল-অর্জ্জুন ।।
  43. মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।
  44. দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল ।।
  45. বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দাদূতী।
  46. বিরাজ রাখিল নাম যমুনার পতি ।।
  47. বানীপতি নাম রাখে গুরু বৃহস্পতি।
  48. লক্ষীপতি নাম রাখে সুমন্ত্র সারথি ।।
  49. সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।
  50. পরাশর নাম রাকে অনাদির স্বামী ।।
  51. পদ্মযোনি নাম রাখে অনাদির আদি।
  52. নটনারায়ণ নাম রাখিল সম্পাতি ।।
  53. হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।
  54. ললিতা রাখিল নাম দুর্ব্বাদলশ্যাম ।।
  55. বিশাখা রাখিল নাম অনঙ্গ-মোহন।
  56. সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন ।।
  57. আযান রাখিল নাম ক্রোধ নিবারণ।
  58. চন্ডবৌশি নাম রাখে কৃতান্ত শাসন ।।
  59. জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।
  60. গোপীকান্ত নাম রাখে সুদাম-ঘরণী ।।
  61. ভক্তগন নাম রাখে দেব জগন্নাথ।
  62. দুর্ব্বাসা রাখেন নাম অনাথের নাথ ।।
  63. রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।
  64. সর্ব্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী ।।
  65. উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকরী।
  66. অক্রূর নাম রাখে নীল ভবভয়হারী ।।
  67. গুন্জমালী নাম রাখে নীল পীতবাস।
  68. সর্ব্ববেত্তা রাখে দ্বৈপায়ন ব্যাস ।।
  69. অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।
  70. সরলোক নাম রাখে অখিলেশ্বর ।।
  71. বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।
  72. স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর ।।
  73. পুলেমা রাখেন নাম অনাথের সখা।
  74. রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা ।।
  75. চিত্ররথ নাম রাখে অরাতিদমন।
  76. প্যুলস্তা রাখিল নাম নয়নরঞ্জন ।।
  77. কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।
  78. তান্ডরীক নাম রাখে পূর্ণ-শশধর ।।
  79. সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।
  80. পুরঞ্জর নাম রাখে ভক্তগন-প্রাণ ।।
  81. রজকিনী নাম রাখে নন্দের দুলাল।
  82. আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল ।।
  83. দেবকী রাখিল নাম নয়নের মণি।
  84. জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্কা মুনি।।
  85. অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।
  86. গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর ।।
  87. মরীচি রাখিল নাম অচিন্ত্য অচ্যুত।
  88. জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সূত ।।
  89. রুদ্রগন নাম রাখে দেব মহাকাল।
  90. বসুগন নাম রাখে ঠাকুর দয়াল ।।
  91. সিদ্ধগণ নাম বাখে পূতনা-নাশন।
  92. সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ।।
  93. ভাগুরী রাখিল নাম অগতির গতি।
  94. মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।
  95. শুক্রাচার্য নাম রাখে অখিল-বান্ধব।
  96. বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব ।।
  97. যদুগন নাম রাখে যদুকুলপতি।
  98. অশ্বিনী-কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি ।।
  99. অর্সৎমা রাখিল নাম কাল নিবারণ।
  100. সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশক ।।
  101. পদ্মাবতী রাখিল নাম ভ্রমর-ভ্রমরী।
  102. ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী ।।
  103. বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।
  104. মাধুরী রাখিল নাম গোপী-মনোহরী ।।
  105. মন্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ।
  106. কুটিলা রাখিল নাম মদন মোহন ।।
  107. মঞ্জরী রাখিল নাম কর্ম্মবন্ধনাশ।
  108. ব্রজবধু নাম রাখে পূর্ন অভিলাষ ।।

DOWNLOAD: শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী PDF

সুতরাং, আর অপেক্ষা না করে নিজের দেওয়া লিংক থেকে টি Download করুন।


You can download the শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF the link given below:


Report This: If you have any problem with this pdf such as broken link/copyright material please feel free to contact us.

2 thoughts on “শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম PDF | Krishner Astottara Satanam in Bengali”

  1. Pingback: [pdf] সরস্বতী পূজার মন্ত্র PDF | Saraswati Puja Mantra PDF in Bengali

  2. Pingback: [pdf] শিব পূজার মন্ত্র pdf | Shiv Puja Mantra PDF in Bengali

Comments are closed.